সুরক্ষা ব্যবস্থা ছাড়া পাথর ভাঙতে গিয়ে
প্রাণ হারানোর ঝুঁকিতে শ্রমিকরা।
সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর এলাকায় অবস্থিত পাথর ভাঙা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর এসআরএস পরিচালিত গবেষণায় দেখা যায়।
পাথর ভাঙা পেশায় জড়িত প্রায় ২০ হাজার শ্রমিক যার ৭০ শতাংশ পুরুষ এবং নারী ৩০ শতাংশ।
এই পেশার শ্রমিকরা দৈনিক ভিত্তিক স্বল্প মজুরি পান।
পেশাগত ঝুঁকি এবং বিপত্তি সম্পর্কে পূর্ব সতর্কতামূলক কোন তথ্য জানেন না ৮০ শতাংশ শ্রমিক।
দুর্ঘটনায় আহত শ্রমিকরা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পান না।
প্রায় ৮৫ শতাংশ শ্রমিক কর্মক্ষেত্রে কোন প্রকার ব্যক্তিগত সুরক্ষমূলক সরঞ্জাম (পিপিই) পান না।
পাথর ভাঙা শ্রমিকরা পেশাগত ঝুঁকি এবং বিপত্তি কমানোর বিষয়ে কোন প্রশিক্ষণ পান না।
প্রায় সকল শ্রমিক ঠান্ডা, হাঁপানি, শ্বাসকষ্ট, মাথাব্যথা ও শরীর ব্যথায় ভোগেন।
শ্রমিকরা কখনও শ্রম পরিদর্শকে খুঁজে পান না।
শ্রমিকরা তাদের সুবিধা এবং সামাজিক নিরাপত্তা সম্পর্কে অসচেতন
শ্রমিকদের কর্মক্ষেত্রে কল্যাণমূলক সুবিধা পর্যাপ্ত নয়। মালিক শ্রমিক কেউ এই বিষয়ে সচেতন না।
গবেষণার বিস্তারিত প্রতিবেদন https://safetyandrights.org/research-reports/