সেইফটি এন্ড রাইটস সোসাইটির উদ্যোগে ১৫ আগস্ট সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এসআরএস মিটিং রুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর ঘটনায় জাতীর পিতাসহ তার পরিবারের সদস্যদের নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় এসআরএস এর নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তীতে দেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ‚মিকা এবং তার ইতিহাস দেশের প্রত্যেকটি নাগরিকের স্মরন করা উচিত। বঙ্গবন্ধু সবসময় নিপীড়িত মানষের মুক্তির জন্য কাজ করে গেছেন। বর্তমান সময়ে শ্রমজীবি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করতে হবে।