Project: BIJOYEE Activity
The youth epitomize a nation’s strength, confidence, ingenuity, and productivity, acting as a guiding beacon that mirrors the collective aspirations of the entire nation.
SRS, a leading national NGO in Bangladesh, is dedicated to upholding workers’ rights and nurturing the boundless potential of the youth. Through the implementation of the BIJOYEE Activity, a transformative five-year project supported by USAID and led by Care Bangladesh, SRS seeks to unlock the full spectrum of possibilities within the youth. Employing a Positive Youth Development Approach, the program will equip young individuals with the knowledge and resources required to meet the demands of the market.
Emphasizing a hub-and-spoke model, the USAID Bijoyee Activity will pilot innovative approaches that youth will be equipped with skills that are relevant for the future of work; and youth’s contribution will be enhanced through organizing and networking spaces so that they can meaningfully contribute to Bangladesh’s national inclusive development and economic growth. Concurrently, Bijoyee will bolster national youth systems by providing strategic support to the Department of Youth Development (DYD) and the National Youth Council (NYC), fostering a collaborative environment for Bangladesh’s inclusive development and economic prosperity.
Project Objectives
- IR/ Objective 1: Improved youth access to equitable economic opportunities
- IR/ Objective 2: Strengthen YLOs and YSOs
- IR/ Objective 3: Coordinate and Reinforce Effective Local Youth Systems
Expected Results/Outcomes
- 3,600 of trained youth will have improved soft skills, among them 80 percent will engage in new employment, maximise their business growth, and report to use of critical services
- 10 YLOs from marginalized community will be strengthen their capacity and 80 per cent of them will improve performance and conduct civic engagement activities.
- Bangladesh government will take initiative to update Youth Learning Agenda annually and incorporate youth recommendationsfrom National Youth Conferences
Target Population
The target youth population comprises 85% of youth Not in Education, Employment, or Training (NEET) aged 18-35 living below the poverty line, and 15% of youth in Education, Employment, or Training (EET) within the same age range.
Direct Numbers
- 3,600 NEET and EET youth from Dalit community, second language community, and gig workers
- 10 grass root YLOs from above mentioned community
Geographical Locations
- Five strategic hubs at division level: North and South Dhaka, Chattogram, Khulna, and Rangpur
- 18 Spokes at district level
Project Duration
- September 01, 2023 to March 31, 2028 (54 months)
Total Budget
- BDT 61,770,463
Aligns with SDGs
প্রকল্প: ‘বিজয়ী’ কার্যক্রম
প্রকল্প পরিচিতি:
একটি জাতির শক্তি, আত্মবিশ্বাস, বুদ্ধিদীপ্ততা ও সৃজনশীলতার প্রতীক হচ্ছে যুবসমাজ। সঠিক নির্দেশনা ও নেতৃত্বের মাধ্যমে তারা গোটা জাতির আশা-আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে পারে।
‘সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)’ একটি অলাভজনক বেসরকারী সংস্থা, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিল্পে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন নিশ্চিতে শ্রমিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতার পাশাপাশি সমাজের যুবশ্রেণির মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে তা সঠিক উপায়ে কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ। এ প্রয়াসে প্রতিষ্ঠানটি বর্তমানে টঝঅওউ এর সহযোগিতায় এবং ঈঅজঊ ইধহমষধফবংয এর নেতৃত্বে পাঁচ বছর মেয়াদী ‘বিজয়ী’ প্রকল্প কার্যক্রম শুরু করেছে। এ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া যুবদের আগামী দিনের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুবদের প্রশিক্ষন প্রদান করার পাশাপাশি যুব-নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নেও কাজ করবে, যাতে তারা আগামী দিনের চ্যালেঞ্জ নিতে পারে এবং দেশের সামগ্রিক আর্থিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। প্রকল্পটি দেশের ৪টি বিভাগ ও ১৭টি জেলা পর্যায়ে হাব-এন্ড-স্পোকস মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে। একইসাথে, প্রকল্পটি যুব উন্নয়ন অধিদপ্তর (উণউ) এবং জাতীয় যুব কাউন্সিল (ঘণঈ) কে কৌশলগত সহায়তা প্রদানের মাধ্যমে দেশের যুব উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করবে এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতাম‚লক পরিবেশ তৈরিতে ভ‚মিকা রাখবে।
প্রকল্পের উদ্দেশ্যসম‚হ:
লক্ষ্যমাত্রা ১: প্রত্যেকটি যুবককে এমনভাবে গড়ে তোলা যাতে সে নিজেকে ভবিষ্যত কর্মসংস্থানের উপযোগী স¤পদ ও সংস্থা হিসেবে
ভাবতে পারে।
লক্ষ্যমাত্রা ২: যুব নেতৃত্বাধীন প্রতিষ্ঠান এবং যুব-সেবা-দানকারী সংস্থাগুলো শক্তিশালী হবে।
লক্ষ্যমাত্রা ৩: স্থানীয় পর্যায়ে কার্যকর যুব ব্যবস্থাকে শক্তিশালী করা ও সমন্বয় সাধন করা।
প্রত্যাশিত ফলাফল:
– ৩৬০০ জন প্রশিক্ষিত যুবক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান এবং প্রশিক্ষণ পাবে, যাদের মধ্যে শতকরা ৮০ জন যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা হবে, তাদের ব্যবসার প্রসার ঘটবে এবং বিভিন্ন ধরনের সেবার ব্যবহার সম্পর্কে জানবে (মানসিক স্বাস্থ্য, দক্ষতা এবং উদ্যোক্তা সম্পর্কিত প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, নাগরিক সম্পৃক্ততা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং ত্রাণ ইত্যাদি)।
– প্রান্তিক জনগোষ্ঠী থেকে ১০টি যুব নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পাবে, এবং তাদের মধ্যে শতকরা ৮০ ভাগ প্রতিষ্ঠান দেশের সামগ্রীক উন্নয়নে বিভিন্ন সামাজিক এবং জলবায়ু সম্পর্কিত বিষয়ের উন্নয়নে কাজ করবে।
– বাংলাদেশ সরকার প্রতি বছর যুব-শিক্ষণ (ইয়ুথ লার্নিং) এজেন্ডা আপডেট করবে এবং জাতীয় যুব সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশসম‚হ বাস্তবায়ন করবে।
লক্ষিত জনগোষ্ঠী:
– এ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এমন ১৮-৩৫ বছর বয়সী যুবশ্রেণির দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। এদের মধ্যে যারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণ (ঘঊঊঞ) এর সাথে যুক্ত নেই এমন যুবশ্রেণি হবে শতকরা ৮৫ ভাগ, এবং শিক্ষা, কর্মসংস্থান অথবা প্রশিক্ষণ (ঊঊঞ) এর সাথে সম্পৃক্ততা রয়েছে এমন যুবশ্রেণি হবে শতকরা ১৫ ভাগ।
সরাসরি উপকারভোগীদের সংখ্যা:
– ৩,৬০০ ঘঊঊঞ এবং ঊঊঞ যুবশ্রেণি, যাদেরকে দলিত ও ভাষালঘু স¤প্রদায় এবং গিগ শ্রমিক থেকে নির্বাচন করা হবে
ভৌগলিক অবস্থান:
– প্রকল্পটি ৪টি বিভাগে (হাব) বাস্তবায়িত হবে: ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর
– এছাড়াও উক্ত বিভাগের ১৭ টি জেলায় (স্পোক) এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে
প্রকল্পের মেয়াদ:
– ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৮ (৫৪ মাস)
বাজেট:
– ৬১,৭৭০,৪৬৩ টাকা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) এর সাথে প্রকল্পের সম্পৃক্ততা (বাংলা করা হবে):