সিটিজেন চার্টার
১. সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস) একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা।
২. শ্রমজীবী মানুষের জন্য শোভন কর্মপরিবেশ গড়তে এই সংস্থা কাজ করে।
৩. কর্মক্ষেত্রে আহত ও নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তথ্যানুসন্ধান করে।
৪. পেশাগত ব্যাধি সিলিকোসিস এ আক্রান্ত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।
৫. বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রাপ্তির জন্য সহযোগিতা করা হয়।
৬. প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে দুর্ঘটনায় আহত শ্রমিকের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে বিনামূল্যে আইনী সহায়তা দেয়া হয়।
৭. প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে বিনামূল্যে আইনী সহায়তা দেয়া হয়।
৮. গার্মেন্টস, ট্যানারি ও নির্মাণ খাতের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
৯. গার্মেন্টস, ট্যানারি ও নির্মাণ খাতের শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
১০. ডেভেলপার কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনাসভা করা হয়।
১১. গার্মেন্টস ও ট্যানারির মিডলেভেল ম্যানেজমেন্টকে প্রশিক্ষণ দেয়া হয়।
১২. পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও আইন বাস্তবায়নে বিভিন্ন গবেষণা, জরিপ ও প্রতিবেদন পরিচালনা, প্রস্তুত ও বিতরণ করা হয়।
১৩. নির্মাণ ও গার্মেন্টস খাতের নারী গ্রুপের সাথে আলোচনাসভা করা হয়।
১৪. মানবাধিকার বিষয়ে তথ্য প্রদান করা হয়।
১৫. কর্মক্ষেত্রে স্বাস্থ্য, নিরাপত্তা ও ক্ষতিপূরণ সংক্রান্ত পোস্টার, লিফলেট, বুকলেট, ফ্লাইয়ার ইত্যাদি প্রস্তুত ও বিতরণ করা হয়।
১৬. শ্রমিক অধিকার বাস্তবায়নে সমমনা অন্যান্য সংস্থা , বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সরকারের প্রতিনিধিদের সাথে এডভোকেসি করা হয়।
আইনী সহায়তা ও কল্যাণ তহবিলের জন্য: লিগ্যাল অফিসার ও এসি. লিগ্যাল অফিসার
যোগাযোগ নম্বর: ০১৯৭৪৬৬৬৮৮০
প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ের জন্য: প্রোগ্রাম অফিসার, লিড ট্রেইনার ও এসি. প্রোগ্রাম অফিসার
যোগাযোগ নম্বর: ০১৯৭৪৬৬৬৮৯০
সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)
৬/৫ এ ,স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
মোবা: ০১৯৭৪৬৬৬৮৯০
ইমেইল: info@safetyandrights.org
ওয়েবসাইট: www.safetyandright.org
যোগাযোগের সময়: রবি-বৃহস্পতি, সকাল ৯.০০টা – বিকাল ৫.০০টা পর্যন্ত (সরকারি ছুটির দিন বন্ধ)